Logo

সারাদেশ

বগুড়া শেরপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫২

বগুড়া শেরপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক আবু বক্কর হত্যার মামলার প্রধান আসামি সুমন সরকারকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সুমন সরকার বাগড়া কলোনির আব্দুল মালেক সরকারের ছেলে। 

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি বটতলা এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, হত্যা মামলার আসামি সুমনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মো. আব্দুল ওয়াদুদ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর