Logo

সারাদেশ

সীমানা নিয়ে বিরোধে ভাইয়ের হতে ভাই খুন

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

সীমানা নিয়ে বিরোধে ভাইয়ের হতে ভাই খুন

চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাত ভাইয়ের কোদালের কোপে জ্যাঠ ভাই খুন হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার আধুনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উত্তর হরিণায় ঘাটিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম (৬৫) আধুনগর উত্তর হরিণা ঘাটিয়ার পাড়া ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি আধুনগর বাজারের নাওয়ারা ও নাইয়ারা ফার্নিচার মার্টের মালিক।

হামলাকারী মো. লাবলু (৪৭) একই এলাকার বাসিন্দা মৃত মরহুম মোজহার মেম্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফারুক জানান, নিহত শাহ আলম ও মো. লাবলু চাচাত ও জ্যাঠ ভাই। ঘটনার দিন সকালে লাবলু তার বাড়ির সামনে বালির বস্তা দিয়ে ভরাটের কাজ করছিলেন। তখন শাহ আলম তার দোকানে যাওয়ার পথে এসে বালির সীমানা ও সরকারি রাস্তার মধ্যে না রাখার বিষয়ে তাকে বাধা দেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে লাবলু হাতে থাকা কোদাল দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই শাহ আলম মারা যান।

আশেপাশের লোকজনের চিৎকারে মানুষ সমবেত হলে লাবলু পালিয়ে যান। পরে স্থানীয়রা শাহ আলমকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। তারা আমার প্রতিবেশী। আমি হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, নিহতের খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশি ফোর্স পাঠিয়ে দিয়েছি। হত্যাকারীকে গ্রেপ্তার করার জন্য অভিযান চলমান রয়েছে।

আজাদ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর