বিদ্যালয়ে ছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় যুবক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আতিকুর রহমান ওরফে রুবেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার লক্ষ্মীভাটা গ্রামের নিউবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত রুবেল উপজেলার লক্ষ্মীভাটা গ্রামের মোজাহার আলী সরদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যান ওই ছাত্রী (৭)। একপর্যায়ে বাথরুমে গেলে অভিযুক্ত রুবেল তাকে জোর করে ভেতরে নিয়ে যৌন নির্যাতন করে। শিশুটি চিৎকার করলে রুবেল পালিয়ে যায়। পরে বাড়ি ফিরে ঘটনাটি মাকে জানায় ভুক্তভোগী। মা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করলে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
ওইদিন সন্ধ্যায় শিশুটির বাবা বাড়ি ফিরলে তাকে ঘটনাটি জানানো হয়। এরপর গ্রামবাসী অভিযুক্তকে দেখে আটক করে রাখে। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে রুবেলকে থানায় নিয়ে আসে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
মাহফুজ রহমান/এমবি