নান্দাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের পাচঁরুখী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মো. সুজন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল আব্দুল্লাহ। একপর্যায়ে পরিবারের অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন মাহমুদ বলেন, এ ধরনের ঘটনার খবর এখনো জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সারোয়ার জাহান রাজিব/এমবি