কুয়াকাটায় উত্তাল ঢেউ দেখতে পর্যটকের ভিড়

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮
-68c42e3ed506c.jpg)
কুয়াকাটায় উত্তাল ঢেউ দেখতে পর্যটকের ভিড়। ছবি : বাংলাদেশের খবর
সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে চোখে পড়ার মতো পর্যটকদের ভিড় দেখা গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কখনো কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সৈকতের জিরো পয়েন্ট থেকে দু’পাশে হাজারো মানুষ উত্তাল ঢেউ উপভোগ করেছে। সব বয়সী নারী-পুরুষ ও শিশুরা ঢেউয়ের সঙ্গে দুলতে, ছবি তুলতে ও সমুদ্রে গোসল করতে দেখা গেছে।
ঢাকা থেকে আসা পর্যটক রাশেদুল ইসলাম বলেন, বৃষ্টির মধ্যেও কুয়াকাটার বড় ঢেউ উপভোগ করতে অসাধারণ লাগছে। পরিবার নিয়ে আসার আনন্দটা আরও বেড়েছে।
চট্টগ্রাম থেকে আসা পর্যটক ফারহানা আক্তার বলেন, বৃষ্টিতে ঢেউয়ের মজা নিতে এখানে এসেছি। সৈকতে অনেক ভিড় থাকলেও সকলের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ রয়েছে।
সৈকত লাগোয়া ক্ষুদ্র ব্যবসায়ী মহিবুল্লাহ বলেন, কয়েকদিন বৈরী আবহাওয়ার কারণে পর্যটক শূন্য ছিল কুয়াকাটায়। আজ সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের ভিড় ভালো পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। বেচা-কেনাও মোটামুটি ভালো চলছে আলহামদুলিল্লাহ।
হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী বলেন, বীচ লাগোয়া হোটেলগুলো শতভাগ বুকিং হলেও পৌর শহরের ভেতরের হোটেল-মোটেলে ৫০ থেকে ৬০ শতাংশ বুকিং রয়েছে। ছুটির দিনে পর্যটকদের ভিড় কুয়াকাটা অর্থনীতিতে প্রাণ ফিরিয়েছে।
কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সৈকতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপদে ঢেউ উপভোগের জন্য পর্যটকদের সতর্ক থাকতে বলা হচ্ছে।
জাকারিয়া জাহিদ/এমবি