Logo

সারাদেশ

কক্সবাজারে ডিসি গোল্ড কাপের ফাইনাল ম্যাচে টিকিট কেলেঙ্কারি

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৫

কক্সবাজারে ডিসি গোল্ড কাপের ফাইনাল ম্যাচে টিকিট কেলেঙ্কারি

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের টিকিটের ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলার রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খেলা শুরুর দেড় ঘণ্টা আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে উত্তেজিত দর্শকরা স্টেডিয়ামের বাইরে ব্যাপক ভাংচুর চালায়। তাদের ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে আহত হন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও নিলুফার ইয়াসমিন। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, পুলিশসহ যৌথবাহিনী অত্যন্ত বিচক্ষণতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

এদিকে দর্শকদের অভিযোগ, এ টুর্নামেন্টের ম্যাচের টিকিটের মূল্য ৫০ টাকা নির্ধারিত হলেও অধিকাংশ দর্শককেই টিকিট পেতে গুনতে হয়েছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। অথচ অতিরিক্ত অর্থ দিয়ে টিকিট সংগ্রহ করেও তারা মাঠে প্রবেশ করতে পারছিলেন না। একপর্যায়ে ওই দর্শকরা উত্তেজিত হয়ে মাঠের প্রবেশ গেইট ভেঙে মাঠে ঢুকে পড়েন। এতে মাঠের ভেতরে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিবেশের।  

এক দর্শক বলেন, ‘আমি ২০০ টাকা দিয়ে টিকিট কিনেছি, অথচ গেইটে দাঁড়িয়ে ছিলাম প্রায় ১ ঘণ্টা। কেউ আমাকে ঢুকতে দিচ্ছিল না। পরে দেখি সবাই একসাথে গেইট ঠেলে ঢুকে গেছে।’ 

আবুল কালাম উদ্দিন নামে টেকনাফের এক দর্শক বলেন, ‘বাচ্চা নিয়ে এসেছিলাম খেলা দেখতে। ভিড় আর ধাক্কাধাক্কিতে বাচ্চা সামলানো বেশ কঠিন হয়ে গিয়েছিল। 

ইমতিয়াজ মাহমুদ ইমন/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর