আলোকিত ফেনী ফাউন্ডেশনের বৃত্তি পেল ৫০০ শিক্ষার্থী

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩
-68c4f3fe41953.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আলোকিত ফেনী ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর শহরের শিল্পকলা একাডেমীতে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালে অনুষ্ঠিত পরীক্ষায় ৫শ শিক্ষার্থী বৃত্তি পেয়ে সংবর্ধিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মো: বাতেন এবং সাংবাদিক ফজলুল হক রানা। মূখ্য আলোচক ছিলেন সমকালীন বাংলা সাহিত্যের কবি ও দৈনিক নয়া দিগন্ত সাহিত্য সম্পাদক জাকির আবু জাফর।
স্বাগত বক্তব্য রাখেন আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন। আবৃত্তিকার আশ্রাফুল হক আরমানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এম. মামু-নুর রশিদ, মাবিয়া-নজির ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবীর পাটোয়ারী, অভিভাবক আ.জ.ম সালেহ অর্পণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সৈকত।
দ্বিতীয় পর্বে ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৫শ শিক্ষার্থীকে বৃত্তিপ্রাপ্ত হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১০ সাল থেকে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা শিশুদের জন্য প্রতি বছর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করা হয়ে আসছে।
এমরান পাটোয়ারী/এআরএস