Logo

সারাদেশ

জয়পুরহাটে স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী নিহত

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪

জয়পুরহাটে স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী নিহত

ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাঁসুয়ার কোপে রোকেয়া বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী জহির উদ্দীনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর মৌলভীপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে প্রকৃতির ডাকে ঘুম থেকে ওঠার পর স্বামী জহির উদ্দীনের সঙ্গে রোকেয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জহির উদ্দীন ঘরে থাকা হাঁসুয়া দিয়ে রোকেয়ার মাথায় একাধিক কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আগেও স্বামী হত্যার চেষ্টা করেছিল।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, জহির উদ্দীনকে আটক করা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজ রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর