Logo

সারাদেশ

নতুন সাজে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯

নতুন সাজে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম

নতুন সাজে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম।

দীর্ঘদিন আন্তর্জাতিক ও জাতীয় ক্রিকেট থেকে দূরে থাকা উত্তরাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক মানের ভেন্যু শহীদ চাঁন্দু স্টেডিয়াম আবারও নতুন সাজে ফিরছে। আসন্ন জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) টি-২০ টুর্নামেন্টকে সামনে রেখে ঐতিহাসিক এ মাঠে চলছে ব্যাপক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ।

২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনের মাধ্যমে আলোচনায় আসে এ ভেন্যু। পরবর্তীতে ২০০৬ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের কয়েকটি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ গুরুত্ব পায় শহীদ চাঁন্দু স্টেডিয়াম। শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটেরও অনেক স্মরণীয় লড়াই অনুষ্ঠিত হয়েছে এখানে। তবে দীর্ঘ সময় আন্তর্জাতিক খেলা না হওয়ায় ভেন্যুটি গুরুত্ব হারাতে থাকে।

আসন্ন এনসিএল টি-২০ ঘিরে আবারও নতুন প্রাণ পাচ্ছে স্টেডিয়ামটি। মাঠের আউটফিল্ড সমতলকরণ, পিচ সংস্কার ও আধুনিক কভার বসানোর কাজ চলছে। খেলোয়াড়দের জন্য প্রস্তুত করা হচ্ছে আধুনিক ড্রেসিং রুম, জিমনেসিয়াম ও রেস্ট রুম। গ্যালারির সিট মেরামত, ভিআইপি গ্যালারি উন্নয়ন ও আলোকসজ্জা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দর্শক ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে প্রেস বক্স ও মিডিয়া সেন্টারে আনা হচ্ছে আধুনিক পরিবর্তন।

স্থানীয় ক্রীড়ামহল মনে করছে, এ সংস্কারের মাধ্যমে শুধু এনসিএল টি-২০ নয়, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে এখানে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব হবে। এতে উত্তরাঞ্চলের ক্রিকেট চর্চা আরও প্রসারিত হবে।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুর রশিদ শাইন বলেন, অবহেলিত এ স্টেডিয়ামে আবারও নতুনভাবে বিসিবি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করছে। ২০০৬ সালে এ মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর থেকে বিসিবি কোনো বড় ধরনের ক্রিকেট আয়োজন করেনি।

এমআই/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর