ভাঙ্গায় পারিবারিক কলহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১১
-68c5271f1a975.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম শেখ সালাউদ্দিন (৪৫)। ঘাতক ছোট ভাইয়ের নাম শেখ আলাউদ্দিন। তারা ভদ্রাসন গ্রামের শাজাহান শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আলাউদ্দিন রান্নাঘর থেকে বটি এনে বড় ভাই সালাউদ্দিনকে এলোপাতাড়ি কোপ দেন। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে খবর পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ইমরান মুন্সী/এআরএস