Logo

সারাদেশ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৯

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের খাদ্য গুদামের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জগন্নাথপুরগামী মোটরসাইকেলের সঙ্গে সুনামগঞ্জগামী একটি গাড়ির সংঘর্ষ ঘটে।

এই ঘটনায় দোয়ারা বাজার থানার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি সুনামগঞ্জ পৌর এলাকার হাসন নগর ময়নার পয়েন্টের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মো. আব্দুল হালিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর