Logo

সারাদেশ

কিশোরগঞ্জের যশোদল বাজারে সংঘর্ষে আহত ১৫

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৫

কিশোরগঞ্জের যশোদল বাজারে সংঘর্ষে আহত ১৫

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয় এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। দোকানপাট ভাঙচুর ও লুটপাটের কারণে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত যশোদল বাজারে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এ সময় শত শত ব্যবসায়ী ভয়ে তাদের দোকানপাট বন্ধ করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিরাজুল ইসলামের ছেলে পায়েল আহমেদ সম্প্রতি ভুবিরচর এলাকায় মোটরবাইক নিয়ে বেপরোয়া চলাচল করলে স্থানীয় মসজিদের মোযাজ্জেন তাকে বাধা দেন। উত্তেজিত হয়ে পায়েল মোযাজ্জেনের ওপর হাত তোলেন।

পরে স্থানীয়রা তার মোটরসাইকেল আটক করেন। বাজার কমিটি বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও সমাধান হয়নি। এরপর পায়েল ও তার সহযোগীরা মোযাজ্জেনের ভাইয়ের ফার্মেসিতে দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে বাজারে হামলা চালায়।

বাজার কমিটির লোকজন হামলা প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। হামলায় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করেন। সংঘর্ষ চলাকালীন দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর