ফেনীতে মাদ্রাসা প্রধানদের সঙ্গে বোর্ড চেয়ারম্যানের মতবিনিময়

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫১
-68c530a526be2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত সভায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে এবং ফালাহিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন তানজিমুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া পরশুরাম সুবার বাজার ফাজিল মাদ্রাসার সহ-অধ্যাপক মাওলানা নূর মোহাম্মদ, প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সোনাগাজী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল, বসুরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ, ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খন্দকার মাইনুদ্দিন ও লক্ষ্মীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইলিয়াসসহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি প্রফেসর নুরুল হক তার বক্তব্যে বলেন, ‘মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদেরকে বর্তমান ডিজিটাল যুগের চাহিদা পূরণের যোগ্যতা সম্পন্ন করে তৈরি করতে হবে। এজন্য শিক্ষকগণকেও নিজে সেই যোগ্যতা অর্জন করতে হবে। তা না হলে মাদ্রাসা শিক্ষা পিছিয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘বিগত সময়ে কিছু ভুল ধারণা তৈরি হয়েছিল যে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এবং এখানে পড়লে কোনো লাভ হবে না। এর প্রভাবেই ছাত্রসংখ্যা কমে গেছে। মাদ্রাসা শিক্ষাকে মানসম্মত, ক্লাসকে আকর্ষণীয় ও আনন্দময় করে তোলাই উত্তরণের একমাত্র উপায়।’
এআরএস