Logo

সারাদেশ

খাগড়াছড়িতে আর্ট ক্যাম্পে তারুণ্যের তুলিতে ফুটছে পাহাড় ও প্রকৃতি

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০

খাগড়াছড়িতে আর্ট ক্যাম্পে তারুণ্যের তুলিতে ফুটছে পাহাড় ও প্রকৃতি

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের আয়োজনে ‘তারুণ্যের তুলিতে পাহাড় ও প্রকৃতি’ শিরোনামে দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে চেঙ্গী নদীর পাড়ে চিত্রশিল্পীরা রং ও তুলিতে ক্যানভাসে পাহাড়, নদী ও প্রকৃতির নানা দৃশ্য ফুটিয়ে তুলছেন।

আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয় গত শুক্রবার খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে। এ আয়োজনে তরুণ ও প্রবীণ শিল্পীদের অংশগ্রহণ এক মিলন মেলায় পরিণত হয়েছে।

তরুণ শিল্পীরা জানিয়েছেন, এ ধরনের আয়োজন তাদের জন্য বড় প্রাপ্তি। প্রতিবছর এমন আয়োজন হলে তারা প্রবীণ শিল্পীদের কাছ থেকে আরও কিছু শিখতে পারবে।

প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে চলমান আর্ট ক্যাম্পে সাধারণ পথচারীরাও উচ্ছ্বাসভরে অংশগ্রহণ ও চিত্রচর্চা উপভোগ করছেন।

ছোটন বিশ্বাস/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর