ভাঙ্গায় রোববার থেকে আবারও সড়ক-রেল অবরোধ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৭
-68c58b0c15b2d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ সংসদীয় আসনের সঙ্গে সংযুক্ত করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় সর্বদলীয় ঐক্য পরিষদ নতুন আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া জানান, আগামী রবিবার, সোমবার ও মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার আটটি পয়েন্টে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। তবে পরীক্ষার্থী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের যানবাহন এই অবরোধের আওতামুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, ছাত্র সংগঠন ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।
চেয়ারম্যান সিদ্দিক মিয়া লিখিত বক্তব্যে বলেন, ‘নগরকান্দা ও সালথার সঙ্গে আলগী ও হামিরদী ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক নেই। এই অযৌক্তিক সীমানা পুনর্বিন্যাসে হাজারো মানুষ ভোগান্তির মুখোমুখি হবে। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আন্দোলন চলবে।’
উল্লেখ্য, এর আগেও স্থানীয়রা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক এবং রেলপথ অবরোধের মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করেছে।
ইমরান মুন্সী/এমএইচএস