দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি : মামুনুল হক

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৪
-68c5939a37b4f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ পুরোপুরি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীল আল্লামা মামুনুল হক।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন ঘনিয়ে এসেছে, তবে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি নিরপেক্ষভাবে দেশের সর্বত্র সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক পদ এবং মতের অংশগ্রহণকারীদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ তৈরি করার।’
তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে বৈষম্যহীন, ইনসাফপূর্ণ দেশ গড়তে চাই। এটি কেবল মানব-নির্মিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহ প্রদত্ত খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা।’
মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ এবং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত দেশ। তিনি আরও জানান, আগামীতে দেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থীদের নেতৃত্বে এবং ভারতপন্থী, আমেরিকা-পন্থী বা পিকিং-পন্থী কোনো রাজনীতি গ্রহণযোগ্য হবে না।
গণ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হাসান নদভী। প্রধান বক্তা ছিলেন মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। সমাবেশে জেলার পাঁচ উপজেলার খেলাফত মজলিসের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পলাশ সিকদার/এমএইচএস