Logo

সারাদেশ

ধুনটে ভিমরুলের কামড়ে ৬ বছরের শিশুর মৃত্যু

Icon

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯

ধুনটে ভিমরুলের কামড়ে ৬ বছরের শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনটে ভিমরুলের কামড়ে মরিয়ম খাতুন (৬) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আড়কাটিয়া গ্রামের মোহাব্বত আলী সরকারের মেয়ে।

স্থানীয়রা জানায়, গত শনিবার বিকেলে আড়কাটিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন বাড়ির কাছে নদীর ধারের জঙ্গলে খেলা করছিল। তখন সেখানে থাকা ভিমরুলের বাসা থেকে হঠাৎ ভিমরুল বের হয়ে শিশুটির শরীরে কামড় দেয়। কামড়ের পর শিশুটি ব্যথা ও অসুস্থ অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভিমরুলের বিষক্রিয়ায় চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে মরিয়ম খাতুনের মৃত্যু হয়।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালেরপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল হোসেন।

মিনহাজ উদ্দিন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর