Logo

সারাদেশ

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শাখাওয়াত হোসেন রিপন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন রিপন (৪২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

রিপন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানায়, গত ৮ সেপ্টেম্বর রাত ৯টায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) এলাকা থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রিপন। পথে একটি নিয়ন্ত্রণহীন ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। প্রথমে পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা সাত দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে তার মৃত্যু হয়।

রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই রিপন গুরুতর অবস্থায় ছিলেন। সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে আমরা তাকে হারালাম।’

সাফায়েত মেহেদী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর