বিএনপির বহিষ্কৃত নেতার জামায়াতে যোগদান, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১
---2025-09-14T161123-68c694dc5c9b3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার জামায়াতে যোগদান করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক দলের পিরোজপুর জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মনি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসায় জামায়াতে ইসলামীর এক প্রতিনিধি সম্মেলনে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে ওই নেতা জামায়াতে যোগদান করেন। এর আগে গত ৯ মে ইস্রাফিল হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়।
একই সঙ্গে জাতীয় পার্টি (কাজী জাফর) নাজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান জামায়াতে যোগদান করেছেন। তাছাড়া বিএনপি ও জাতীয় পার্টির ৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল হাওলাদার বলেন, ‘আমি ছোট থেকে বিএনপি করতাম। দলের জন্য জেল খেটেছি। বিএনপির চাঁদাবাজিসহ নানা অনিয়মে বাধা দিতে গিয়ে উল্টো চাঁদাবাজ হয়েছি। আমি চক্রান্তের শিকার হয়ে বহিষ্কৃত হয়েছি। এখন আবার স্থানীয় বিএনপির দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিবাদ করে স্বেচ্ছায় জামায়াতে যোগদান করায়, এখন আবারও ষড়যন্ত্রের শিকার হচ্ছি। মূলত আমি খেয়াল করেছি, বিএনপি যে দেশপ্রেমের কথা বলে, বাস্তবে আমি তা খুঁজে পাইনি। তাই আমি জামায়াতে যোগদান করেছি। জামায়াত একটি আদর্শিক দল।’
জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুর রাজ্জাক জানান, বিএনপির কিছু অনিয়ম এবং গ্রুপিং এর প্রতিবাদ করেছিল সে। এ কোন্দলের কারণে ওই ছেলেটা নির্মমতার শিকার হয়েছে। এটা যখন সে বুঝতে পেরেছে, তখন সে মনে করেছে যে, জামায়াতে ইসলামীতে কোনো দুর্নীতি নেই। তাই সে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে।
স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মনি বলেন, ‘সে আমাদের নাজিরপুর উপজেলা যুগ্ম আহবায়ক ছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগের ভিত্তিতে জেলা থেকে একটি টিম সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে ইস্রাফিল ফেইসবুক পোস্টের মাধ্যমে জানান, আমি অতীব দুঃখের সাথে লক্ষ্য করি যে, আমাদের পিরোজপুর ও নাজিরপুরের স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতি গ্রুপিং ও চাঁদাবাজীতে জর্জরিত। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নেতা থেকে কর্মীদের অনেকেই সরাসরি চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছে। কিছুদিন আগে নাজিরপুর স্টেডিয়ামে পিরোজপুর জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপির একটি গ্রুপ বৈশাখী মেলার অন্তরালে জুয়া ও লটারির পরিচালনা শুরু করে। আমি উক্ত জুয়ার প্রতিবাদ করি এবং জুয়া খেলায় বাঁধা প্রদান করি।
ওই পোস্টে তিনি আরও জানান, এ সকল বিষয় নিয়ে আমার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও জেলা বিএনপির একটি অংশ। তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং জুয়ায় বাঁধা দেওয়ার বিষয়টি তারা মানতে না পেরে আমাকে দল থেকে বহিস্কার করে। তাই আমি স্বেচ্ছায় সজ্ঞানে দুর্নীতিমুক্ত দল জামায়াতে যোগ দিয়েছি।
সৈয়দ বশির আহম্মেদ/এমআই