অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় মাওনা চৌরাস্তায় জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯

ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা মাওনা চৌরাস্তা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। অপরিকল্পিত ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই অংশে হাঁটু সমান পানিতে ভেসে যাচ্ছে পথচারী, শিক্ষার্থী, শ্রমিক ও ব্যবসায়ীরা।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পর দেখা যায়, মাওনা চৌরাস্তা এলাকায় রাস্তায় ড্রেনের আবর্জনাযুক্ত পানি জমে গেছে।
স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় ড্রেন থেকে পানি উপচে সড়কে উঠে আসে। ফলে পথচারীরা পানি পেরিয়ে চলাচল করতে হিমশিম খাচ্ছেন। কেউ কেউ ১০ টাকা ভাড়া দিয়ে মাত্র ২০ গজ রাস্তা রিকশায় অতিক্রম করছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, ড্রেন থাকলেও তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় কার্যকারিতা হারিয়েছে। ড্রেনের মুখে জমে থাকা ময়লা এবং মানুষের অসচেতনতার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
পথচারী নাজমুল ইসলাম বলেন, ‘বৃষ্টি হলেই এই রাস্তায় হাঁটা যায় না। ড্রেনের ময়লা মিশে পানি এত নোংরা হয়ে যায় যে অনেকেই পানি এড়িয়ে ১০ টাকা ভাড়া দিয়ে রিকশায় ওঠে।’
আরেক পথচারী শরিফ জানান, ‘মহাসড়কে জমে থাকা ড্রেনের ময়লা ও পানি স্বাস্থ্যঝুঁকি ও ব্যবসায়িক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দ্রুত সমাধানের দাবি জানাচ্ছি।’
পিয়ার আলী কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি, এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কার ও সচল করা হোক। প্রতিদিনই আমরা এই দুর্ভোগে পড়ছি।’
মাওনা চৌরাস্তা শ্রীপুর উপজেলার একটি প্রধান ব্যবসা কেন্দ্র। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শ্রমিক চলাচল করেন। এলাকাটির চারপাশে রয়েছে অসংখ্য শিল্প-কারখানা। তাই এই জলাবদ্ধতা শুধু ব্যক্তিগত ভোগান্তি নয়, পুরো অর্থনৈতিক কর্মকাণ্ডকেও প্রভাবিত করছে।
শ্রীপুর পৌরসভার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পৌরসভার প্রশাসক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন। তবে জনগণের অসচেতনতা ও ড্রেন ব্যবহারে অবহেলার কারণে সমস্যা বাড়ছে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ‘সকাল থেকে টানা বর্ষণের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দ্রুত সমস্যার সমাধানে কাজ করছি।’
সচেতন মহল মনে করছে, শ্রীপুরের মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় উন্নত ও নিয়মিত রক্ষণাবেক্ষণযোগ্য ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তা না হলে ভবিষ্যতে দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে।
আতাউর রহমান সোহাগ/এআরএস