কালীগঞ্জে নৌকা ভ্রমণে বের হয়ে যুবক নিখোঁজ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৪

ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালীগঞ্জে নৌকা ভ্রমণে গিয়ে মানিক রোজারিও (৩৫) নামে এক যুবকের রহস্যজনক নিখোঁজের ঘটনা ঘটেছে। হঠাৎ নিখোঁজ হওয়ায় তার পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ মানিকের স্ত্রী লিমা রোজারিও কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৫৯) করেন। সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
নিখোঁজ মানিক রোজারিও উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের মৃত আগস্টিন রোজারিওর ছেলে।
নিখোঁজের স্ত্রী লিমা রোজারিও বলেন, ‘আমার স্বামী শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে বের হন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কয়েকবার ফোন করলে বিভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পেয়েছি। কেউ বলছে তিনি নৌকায় ঘুমাচ্ছেন, কেউ বলছে ছিলেনই না। পরে তার মোবাইল ফোন অন্য কারও ব্যাগ থেকে পাওয়া গেছে। আমরা পুলিশের কাছে সাহায্য চাইছি এবং দ্রুত তাকে উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সূত্র জানায় , শনিবার বিকেলে বন্ধু ও পরিচিতদের সঙ্গে মানিক নৌকা ভ্রমণে বের হন। বিকাল তিনটার দিকে বাড়ি থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ হয়নি।
পরে একই ইউনিয়নের পানজোড়া গ্রামের বাসিন্দা জনৈক বাতেন ফোন রিসিভ করে বলেন, মানিক নৌকায় ঘুমাচ্ছেন। তবে কিছু সময় পর আবার তিনি বলেন, মানিক নৌকায় ছিলেন না।
রাত ১০টার দিকে মানিকের নম্বরে কল করলে জনৈক দুলালের স্ত্রী ফোন রিসিভ করেন। তিনি জানান, তার স্বামী বাড়িতে ফিরেছেন এবং তার ব্যাগে মানিকের মোবাইল ফোন পাওয়া গেছে। প্রায় ৪০ জন যাত্রী থাকা সত্ত্বেও কেউই নিখোঁজের সঠিক তথ্য দিতে পারেননি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে। মোবাইল ফোন কার কাছে পাওয়া গেছে এবং শেষবার তাকে কারা দেখেছে, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে নিখোঁজ মানিক রোজারিওকে উদ্ধারের জন্য।’
এআরএস