Logo

সারাদেশ

সিলেটে ১১ মামলায় ৭৩ আসামি গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৭

সিলেটে ১১ মামলায় ৭৩ আসামি গ্রেপ্তার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

সিলেটে গত ৩৬ ঘণ্টায় মেট্রোপলিটন পুলিশ ৭৩ জনকে গ্রেপ্তার করেছে। অভিযান পরিচালিত হয় বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিমের মাধ্যমে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই মাদক কারবারি, এছাড়া অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন কয়েকজন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জানান, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় মহানগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে গাঁজা জব্দ করা হয়।

অপরদিকে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।

এসব ঘটনায় পুলিশ ১১টি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত সকলকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

  • রেজাউল হক ডালিম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর