Logo

সারাদেশ

শ্রীমেঙ্গলে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৩

শ্রীমেঙ্গলে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার

ছবি : বাংলাদেশের খবর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীমঙ্গল পৌরসভার হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। আলোচক হিসেবে ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুল সবুর। অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক নৃপেন্দ্র বিশ্বাস।

চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে ডিগ্রি পাস রাখা হয়েছে এবং নীতিমালা সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হলুদ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। এই ধরনের সাংবাদিকতা রোধ করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুশীলন করতে হবে। অপসাংবাদিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতা কী সেটি বোঝা গেলে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সম্ভব হবে।

আল ইব্রাহিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর