Logo

সারাদেশ

জুলাই সনদের স্বীকৃতির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১

জুলাই সনদের স্বীকৃতির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই যোদ্ধারা, শহীদ পরিবারের সদস্য ও আহতদের স্বজনেরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। এটি সংবিধানে স্বীকৃতি পেলে শহীদদের আত্মত্যাগ সার্থক হবে এবং নতুন প্রজন্ম মুক্তিকামী ইতিহাস জানতে পারবে।

জুলাই যোদ্ধা রায়হান ইসলাম অপু সমাবেশে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। জুলাই সনদকে অবিলম্বে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জনগণের অধিকার রক্ষায় জুলাই সনদ যুগান্তকারী ভূমিকা রাখবে। 

আয়োজকরা জানান, জুলাই যোদ্ধাদের আন্দোলন চলমান থাকবে। সাংবিধানিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

  • আবু সালেহ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর