Logo

সারাদেশ

চুরির অপবাদ দিয়ে নির্যাতন, অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যাচেষ্টা

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১

চুরির অপবাদ দিয়ে নির্যাতন, অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যাচেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে সুপারি চুরির অপবাদে এক নবম শ্রেণির শিক্ষার্থীকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লজ্জা ও অভিমানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে রোমান (১৪) নামের ওই কিশোর।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটে। রোমান ওই গ্রামের কৃষক আব্দুল গনির ছেলে এবং কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বেলা ১১টার দিকে স্থানীয় মোহাম্মদ ছালামের নির্দেশে রোমান সুপারি সংগ্রহ করতে যায়। ফেরার পথে ঢাকায় বসবাসরত এক ব্যক্তির গাছ থেকে সুপারি পাড়ার চেষ্টা করলে স্থানীয় তিন যুবক সজিব, বাবু ও আমিন তাকে আটক করে। এরপর গাছের সাথে শিকল দিয়ে বেঁধে ব্যাপক মারধর করা হয় এবং এ দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে অপমান সইতে না পেরে রোমান কীটনাশক পান করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে রোমানকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে পাকস্থলী পরিষ্কার করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষেয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

  • আরিফুল ইসলাম সাগর/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর