Logo

সারাদেশ

রান্নাঘরে তেলাপোকা, বগুড়ায় দুই হোটেলে লাখ টাকা জরিমানা

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮

রান্নাঘরে তেলাপোকা, বগুড়ায় দুই হোটেলে লাখ টাকা জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার বউবাজার এলাকায় অবস্থিত সুজনের ভর্তা হোটেল ও ভর্তা হোটেল- এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে দেখা যায়, হোটেলগুলোর রান্নাঘরে তেলাপোকা ও ময়লায় যুক্ত ভর্তা , বাণিজ্যিক গ্যাসের অপব্যবহারের অপরাধে প্রতিটি হোটেলকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।  

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। অভিযানে সহযোগিতায় ছিলেন বগুড়া জেলা পুলিশ।

বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

জুয়েল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর