Logo

সারাদেশ

এনসিএল টি-২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫

এনসিএল টি-২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

ছবি : বাংলাদেশের খবর

দীর্ঘ ১৭ বছর পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেছিল উত্তরাঞ্চলবাসী। কিন্তু সেই স্বপ্ন প্রথম দিনেই কেড়ে নিল বেরসিক বৃষ্টি। 

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-২০ টুর্নামেন্টের মধ্য দিয়ে এই মাঠে ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হওয়ার কথা ছিল। কিন্তু টানা বর্ষণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় প্রথম ম্যাচটিই পরিত্যক্ত ঘোষণা করে বিসিবি।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় মাঠে গড়ানোর কথা ছিল সিলেট ও রংপুরের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচ। খেলা দেখতে সকাল থেকেই দর্শক আসে শুরু করে। দীর্ঘ প্রতীক্ষা শেষে ঘরের মাঠে খেলা দেখতে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সবাই।

সকাল থেকেই শুরু হওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সেই উচ্ছ্বাসে ভাটা পড়ে। মাঠকর্মীরা বারবার চেষ্টা করেও পিচ ও আউটফিল্ড খেলার উপযোগী করতে পারেননি। দীর্ঘ সময় অপেক্ষার পর আম্পায়াররা মাঠ পরিদর্শন করে নিশ্চিত হন যে, আজ আর খেলা শুরু করা সম্ভব নয়। ফলে বিকেল ৩টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে দর্শকদের হতাশ হয়ে ফিরতে হয়েছে।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুর রশিদ সাইন জানান, প্রথম দিনেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা উত্তরাঞ্চলের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধাক্কা। তবে আবহাওয়া ভালো থাকলে এবং মাঠের পরিস্থিতি অনুকূলে এলে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

  • জুয়েল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর