ভাঙ্গায় নির্ধারিত সময়ের আগে অবরোধ প্রত্যাহার, আগামীকাল ফের অবরোধের ঘোষণা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৮
-68c6cc41522a7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি রোবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় প্রত্যাহার করা হয়েছে। যদিও পূর্বঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত চলার কথা ছিল, প্রশাসনের অনুরোধে আন্দোলনকারীরা আধঘণ্টা আগেই অবরোধ শেষ করেন।
বিকেল ৫টার দিকে আলগী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. এসকেন্দার মিয়া অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল এবং ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেনের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়ায় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পুনরায় সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আলগী ইউনিয়ন পরিষদের সামনে সংবাদ সম্মেলনে ইউনিয়ন চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন। তবে সেই রাতেই জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন।
রবিবার সকাল থেকে অবরোধে হাজারো মানুষ অংশ নেন। অনেকে কাফনের কাপড় পরে অবস্থান নেন এবং ঢাকা-খুলনা মহাসড়কসহ ফরিদপুর ও বরিশাল মহাসড়কের অন্তত ৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেন। একই সঙ্গে রেলপথেও অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে খুলনা-ঢাকা রুটের নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেন থেমে যায়, যাত্রীরা দুর্ভোগে পড়েন।
আন্দোলনকারীদের প্রধান দাবি হলো—আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করা এবং গ্রেপ্তারকৃত চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়ার মুক্তি।
অবরোধ ঘিরে এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং আইন ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না।
ইমরান মুন্সী/এআরএস