Logo

সারাদেশ

উত্তরা ইপিজেডের শ্রমিক সাইফুল আত্মগোপনে ছিলেন : পুলিশ

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০

উত্তরা ইপিজেডের শ্রমিক সাইফুল আত্মগোপনে ছিলেন : পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রীন বিডি লিমিটেড’র পরচুলা কারখানার শ্রমিক সাইফুল ইসলাম বাবু আত্মগোপনে থেকে আবারও পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছিলেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।

রোববার বিকেলে (১৪ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তথ্য জানান তিনি।

তিনি বলেন, গত ২ সেপ্টেম্বরের শ্রমিক মালিক অসন্তোষের ঘটনায় ইন্ধন দিয়েছিলেন সাইফুল ইসলাম। পরিস্থিতি পুঁিজ করে সাইফুল এভারগ্রীন থেকে চাঁদা আদায় এবং সারাদেশে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে দেওয়ার চক্রান্ত করছিলেন।

এতে জানানো হয় ১২ সেপ্টেম্বর নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। এরই মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন স্থান পরিবর্তন করে চাঁদা দাবী করেন এভারগ্রীনে। এমনকি কারখানা (ফ্যাক্টরি) থেকে ৫ হাজার টাকাও পাঠানো হয় তাকে।

১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার সৈয়দপুর শহরের বাসটার্মিনাল এলাকায় থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সাইফুল পুলিশকে আত্মগোপনে থাকার কথা শিকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, এ ঘটনায় একটি মামলা হবে এবং আর কারা এঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরও গ্রেফতার করা হবে। তিনি বলেন, বর্হিঃবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই এ ঘটনা ঘটিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর উত্তরা ইপিজেডের এভারগ্রীন বিডি লিমিটেড’র শ্রমিক অসন্তোষের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ ঘটে। এতে আহসান হাবিব (২১) নামে এক শ্রমিক নিহত হন এবং আহত হন অন্তত দশজন শ্রমিক। এ সময় নীলফামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  •  তৈয়ব আলী সরকার/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর