খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮
---2025-09-15T110851-68c79f673879b.jpg)
নিহত যুবক
খুলনায় স্টার হোটেল নামের একটি আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হোটেলের ৪র্থ তলার একটি কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত তুহিন লবণচরা থানার মতিয়াখালী ৫ম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে। সুন্দরবন কলেজের সাবেক ভিপি সুমনের ছোট ভাই তুহিন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার সুদর্শন কুমার রায়।
নিহতের স্বজনরা বলেন, খবর পেয়ে আমরা এসেছি। হোটেলের রুমের দরজা ভেতর থেকে আটকানো ছিল। ভেঙে ভিতরে ঢুকতে হয়েছে। আত্মহত্যা নাকি অন্য কিছু এখনই বলা যাচ্ছে না।
তবে এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
- তরিকুল ইসলাম/এমআই