Logo

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা ও এসআইসহ নিহত ৩

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩০

সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা ও এসআইসহ নিহত ৩

যশোর-নড়াইল মহাসড়কে দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ও পুলিশের উপপরিদর্শকসহ তিনজন নিহত হয়েছেন। 

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকা থেকে যশোরগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক নিক্কন আঢ্য (৩৫), স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক আবু জাফর (৪০) ও যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আহমদ আলীর ছেলে আক্তার হোসেন (৪৮)। আবু জাফর যশোর সদরের ভেকুটিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। উপপরিদর্শক নিক্কন যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যর ছেলে।

পুলিশ জানায়, ঢাকাগামী যাত্রীবাহী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান যাত্রী আক্তার হোসেন। গুরুতর আহত আবু জাফর ও এসআই নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জাফরকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে নড়াইল হাসপাতালে নিক্কনের মৃত্যু হয়।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, আবু জাফর ও আক্তার হোসেনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ কর্মকর্তার মরদেহ নড়াইল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, সোমবার নড়াইল পুলিশ লাইনসে শ্রদ্ধা নিবেদন শেষে নিক্কন আঢ্যের মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ার পুকুরিয়া গ্রামে। সেখানে দুপুরের দিকে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর