Logo

সারাদেশ

কয়রায় হরিণের মাংসসহ শিকারি আটক

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২০

কয়রায় হরিণের মাংসসহ শিকারি আটক

ছবি : বাংলাদেশের খবর

খুলনার কয়রায় হরিণের মাংস, মাথা এবং শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক মিজানুর রহমান মৃত সাত্তার আলী গাজীর ছেলে। তার গ্রামের বাড়ি খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল কয়রা থানার ছোট আংটিহারা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, প্রায় ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদ এবং এক শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত মাংস, হরিণের মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাবে।

তরিকুল ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর