Logo

সারাদেশ

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সংগীত শিক্ষকের নিয়োগের প্রতিবাদে এবং সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের নিয়োগের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার আয়োজনে শহরের পিটিআই গেইটের সামনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামছুদ্দীন, সহসভাপতি মুফতি আব্দুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো: আলী খান।

বক্তারা বলেন, দেশের ৬০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষকের নিয়োগ নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তামালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সমাবেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর