৯ বছর পর শিবচরে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪০

মাদারীপুরের শিবচর উপজেলায় দীর্ঘ ৯ বছর পর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
মাদারীপুরের শিবচর উপজেলায় দীর্ঘ ৯ বছর পর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা নেতারা কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন শাহাদাত হোসেন (শাহাদাত কমিশনার)। সদস্যসচিব হয়েছেন ৩৩ বছর বয়সী সোহেল রানা। তিনি বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব ও কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিরা মিঠু, জহের গোমস্তা, শাজাহান মোল্লা, মোতাহার হোসেন হাওলাদার ও শহিদুল ইসলাম দিপু।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নুর উদ্দিন মোল্লা, আবু জাফর চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, আবুল বাসার সিদ্দিকী, মাহবুব মাদবর, শহীদ চেয়ারম্যান, মো. সিরাজুল ইসলাম, বাকাউল করিম খান (বাকা খান), মো. ইথু চৌধুরী, শামীম চৌধুরী ও আব্দুল হান্নান মিয়া।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব জাহানদার আলী জাহান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্যসচিব কামরুল হাসান প্রমুখ।
মো. খলিল মিয়া/এমবি