কুমিল্লায় সাবেক পুলিশ কমিশনারের ছেলের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৩

কুমিল্লায় সাবেক পুলিশ কমিশনারের ছেলে জামশেদ ভূঁইয়ার (৩৫) লাশ উদ্ধার। ছবি : সংগৃহীত
কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার পালপাড়া রেলক্রসিং এলাকা থেকে জামশেদ ভূঁইয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে রেলক্রসিং থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামশেদ ভূঁয়া নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তিনি পুলিশের সাবেক কমিশনার মরহুম আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকেই জামশেদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতভর আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন। রোববার তার মরদেহ উদ্ধারের খবর জানাজানি হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, নিহতের বড় ভাই থানায় অভিযোগ করেছেন। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। হত্যাসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি