Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে ২২ লাখ টাকার চেক বিতরণ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭

আলফাডাঙ্গায় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে ২২ লাখ টাকার চেক বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

    ফরিদপুরের আলফাডাঙ্গায় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, পল্লী মাতৃকেন্দ্র এবং পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় বিনিয়োগ ও পুনঃবিনিয়োগের জন্য চেক বিতরণ করা হয়েছে।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১১টি প্রকল্প গ্রামে ৫০টি স্কীমের অনুকূলে মোট ২২ লাখ ৩৩ হাজার ৪১৮ টাকার চেক বিতরণ করা হয়।

    চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর কর্মকার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত প্রমুখ।

    এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর কর্মকার বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে এই চেক বিতরণ করা হয়েছে।’

    রাকিবুল/এআরএস

    Logo
    সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর