Logo

সারাদেশ

ভাঙ্গায় ভাঙচুর-অগ্নিসংযোগে ইউএনও অফিস লণ্ডভণ্ড

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২

ভাঙ্গায় ভাঙচুর-অগ্নিসংযোগে ইউএনও অফিস লণ্ডভণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদ ও থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় চলমান তৃতীয় ধাপের অবরোধের দ্বিতীয় দিনে উপজেলা পরিষদ ও থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এদিন সকাল থেকেই অবরোধকারীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে। পুলিশও সতর্ক অবস্থানে ছিল। পুলিশের ব্যাপক উপস্থিতি আশপাশের ইউনিয়নগুলোতে ছড়িয়ে পড়ে। এরপর হাজার হাজার আন্দোলনকারী ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে জড়ো হতে শুরু করে।

সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে ও বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়কে অবরোধ সৃষ্টি করে। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা চলতে থাকে।

দুপুর ১২টার দিকে হাজারো আন্দোলনকারী লাঠিসোটা হাতে দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হয়ে পুলিশকে ধাওয়া করে। পুলিশ পিছু হটে ভাঙ্গা ঈদগাহ মারকাজ মসজিদে আশ্রয় নেয়। সেখানে গিয়েও হামলা চালায় আন্দোলনকারীরা। এ হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এ সময় মসজিদের একটি গ্লাসও ভাঙচুর করে।

পরে একদল আন্দোলনকারী ভাঙ্গা থানায় ঢুকে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। অন্যদিকে অন্যদল উপজেলা পরিষদে প্রবেশ করে মেইন গেটের তালা ভেঙে ইউএনও কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে ব্যাপক ভাঙচুর চালায়, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কম্পিউটার লুট করে। একপর্যায়ে তারা কয়েকটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করে।

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সহকারী কামাল হোসেন বলেন, ‘হাজার হাজার আন্দোলনকারী উপজেলা পরিষদের মূল ফটকের তালা ভেঙে ইউএনও মহোদয়ের কক্ষে ঢুকে ভাঙচুর চালায়। বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা একে একে প্রতিটি দপ্তরে ভাঙচুর করে ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়। আমরা জীবন ভিক্ষা চেয়ে পালিয়ে বাঁচি। ইউএনও মহোদয় অক্ষত আছেন।’

আন্দোলনকারীরা ভাঙ্গা হাইওয়ে থানাতেও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় হাইওয়ে থানায় থাকা পুলিশের কয়েকটি গাড়ি, একটি জলকামান, একটি অ্যাম্বুলেন্স ও কয়েকটি মোটরসাইকেল এবং পুলিশের বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর হয়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, আন্দোলনকারীরা থানার গেটে এসে হামলা চালায় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, আমরা সকলে থানার ভেতরে অবস্থান করছিলাম। এ সময় প্রায় এক হাজারের মতো মানুষ থানায় এসে ব্যাপক ভাঙচুর চালায়।

মোসলেউদ্দিন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর