Logo

সারাদেশ

সড়ক ধস : শ্রীপুরে ঝুঁকিপূর্ণ সেতুতে দুর্ঘটনার আশঙ্কা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫২

সড়ক ধস : শ্রীপুরে ঝুঁকিপূর্ণ সেতুতে দুর্ঘটনার আশঙ্কা

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনীভাংগা-গাজীপুর আঞ্চলিক সড়কের চিংড়ী খালের ওপর নির্মিত সেতুর উত্তর-পূর্ব অংশ ভেঙে খালে পড়ে গেছে। দীর্ঘদিন ধরে সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এখনো কোনো ধরনের সংস্কারকাজ শুরু হয়নি। এতে প্রতিদিন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ধসে যাওয়া অংশটি চিংড়ী খালের উত্তর পাশে অবস্থিত এবং দুই পাশে ঘন ঝোপঝাড় রয়েছে। দূর থেকে গর্তটি চোখে না পড়ায় এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুর ভেঙে পড়া অংশে সড়কের মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে, যা দিয়ে যেকোনো সময় যানবাহন খালে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

দীর্ঘদিন ধরে এই সড়কে যাতায়াতকারী যানবাহনের চালকরা জানান, প্রায় দুই বছর ধরে ব্রিজ সংলগ্ন এলাকায় গর্ত তৈরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সতর্কতা চিহ্ন বা ব্যারিকেড দেয়নি।

স্থানীয় বাসিন্দা জসিম বলেন, ‘গত দুই বছর ধরে রাস্তাটি ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় এই অবস্থা আরও খারাপ হয়। বৃষ্টির পানি মাটি সড়িয়ে খালে ফেলে দেয়।’

অটোরিকশা চালক আকরাম হোসেন জানান, ‘দুই বছর আগে স্থানীয় মেম্বার সাময়িকভাবে বাঁশ দিয়ে মাটি আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এবারের বৃষ্টিতে সেতুর একাংশ সম্পূর্ণ ভেঙে গেছে।’

চলাচলকারী সিএনজি চালক কবির বলেন, ‘চিংড়ী খালের ওপর নির্মিত সেতুর উত্তর-পূর্ব অংশ ভেঙে গেছে। প্রতিদিনই গর্তটি বড় হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

চিংড়ী খালটি মাওনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ও গাজীপুর ইউনিয়নের দক্ষিণ পাশে অবস্থিত। এই দুই ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন। তাই দ্রুত সংস্কার ও ঝোপঝাড় পরিস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

শ্রীপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, ‘মাওনা ও গাজীপুর ইউনিয়নের সীমানা এলাকায় চিংড়ী খালের ওপর নির্মিত সেতুর ভেঙে যাওয়া অংশের জন্য দুটি প্রকল্পে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।’

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর