Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় ভাড়া বাসায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭

চুয়াডাঙ্গায় ভাড়া বাসায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ গোরস্থানপাড়ায় ভাড়া বাসায় গুলশান আরা চমন (৬৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ দরজা কেটে মরদেহ উদ্ধার করে।

গুলশান আরা প্রয়াত পুলিশ সদস্য লাবু মোল্লার স্ত্রী এবং হকপাড়ার মৃত মহিউদ্দিন জোয়ার্দারের কন্যা। দীর্ঘদিন ধরে তিনি নিঃসন্তান অবস্থায় ওই বাসায় একা ভাড়া থাকতেন।

বাড়ির মালিক হাসানুজ্জামান জানান, দুপুরে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে পুলিশ এসে দরজা কেটে মরদেহ উদ্ধার করে।

নিহতের বোন নুর নাহার খুশি জানান, বৃহস্পতিবারও তারা একসঙ্গে বাজারে গিয়েছিলেন। কিন্তু শুক্রবার থেকে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। আজ খোঁজ নিতে গিয়ে ভেতর থেকে দুর্গন্ধ পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

একই ভবনের ভাড়াটিয়া বিলকিস বানু বলেন, শুক্রবার চমন বেড়াতে যাবেন বলে শুনেছিলেন। তাই কয়েকদিন তাকে না দেখলেও খোঁজ নেননি। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে মৃত্যুর ঘটনা ঘটলেও পাশের ভাড়াটিয়ারা তা টের পাননি। এতে এলাকায় শোক ও বিস্ময় ছড়িয়ে পড়ে।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর তিন-চার দিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

ফেরদৌস ওয়াহিদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর