Logo

সারাদেশ

খুলনায় ক্লিনিক থেকে নবজাতক চুরি

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩

খুলনায় ক্লিনিক থেকে নবজাতক চুরি

ছবি : বাংলাদেশের খবর

খুলনার একটি বেসরকারি ক্লিনিক থেকে চার দিনের নবজাতক শিশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে ওই নবজাতককে চুরি করা হয়।

নবজাতকের মা ফারজানা বেগম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। অপরপাশের বেডে নবজাতক তার নানির পাশে শুয়ে ছিল। দুপুরে ঘুম থেকে উঠে আমার সোনামনিকে আর দেখতে পাইনি, আমার বুক খালি করে নিয়ে গেছে।’

নবজাতকের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, মোংলা উপজেলার সিগনাল টাওয়ার থেকে আসা মির্জা সুজন ও ফারজানা দম্পতির চারদিন আগে সন্তান জন্মগ্রহণ করেন।

সোমবার দুপুরে তৃতীয় তলা থেকে ওই নবজাতককে চুরি করে নিয়ে যায়। পরে সিসি টিভি ফুটেজে দেখা যায়, দ্বিতীয় তলায় থাকা এক নারী তৃতীয় তলা থেকে শিশুকে ঢেকে নিয়ে যাচ্ছে। তবে ওই নারীর পরিচয় বা শিশুটির সঠিক পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘ড্যাপস্ হসপিটালে মায়ের কাছ থেকে এক শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

তারিকুল ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর