পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে : আবু সাঈদ খান

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০
-68c7ffcbcb6bd.jpg)
বিশিষ্ট সাংবাদিক, দৈনিক আমাদের সময়-এর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান বলেছেন, ‘শুধু পাঠ্যপুস্তকের ভেতর সীমাবদ্ধ না থেকে সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে।’
সোমবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘দেশপ্রেম, মানবিকতা এবং সততার মূল্য বুঝে জীবনযাপন করতে হবে। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ধারন করে নিজেকে গড়তে হবে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু গৌরবময় নয়, বরং এক অমূল্য শিক্ষা, যা আমাদের মাঝে একতা, শক্তি এবং দেশপ্রেমের বোধ জাগ্রত করে।’
বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠান শুধু শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে না, বরং নতুন প্রজন্মকে সঠিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করছে। এ শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধে শহীদদের ত্যাগের ইতিহাসকে মনে করিয়ে দেয়, যা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের জাগরণ ঘটাতে বিশেষ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানের শুরুতে কলেজের হলরুমে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম সভাপতিত্ব করেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবু নাসির, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, রামকান্তপুর মিতালী বিদ্যা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক আবু জাফর, শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের আইসিটি প্রভাষক মেহেদী হাসান, দাতা সদস্য আবু রাহাত খান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
মিজবাহ/এমএইচএস