স্ত্রী তালাক দেওয়ায় কষ্টে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮
-68c801d2640e5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রীর পরকীয়ার কষ্ট সহ্য করতে না পেরে লিটন ফারাজি (৪৫) নামে এক কৃষক ১ মন দুধ দিয়ে গোসল করেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের বাসিন্দা লিটন ফারাজি।
তিনি বলেন, ‘প্রায় ২৫ বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গ্রামের লাভলী আকতারকে বিয়ে করেছিলাম। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে চলে যাবে। কয়েক বছর ধরে পারিবারিক কলহ চলছিল। তিন মাস আগে আমার স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যায়। অনেক চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনা যায়নি। পরে জানতে পারি, সে আমাকে তালাক দিয়েছেন। মনের যন্ত্রণা ও কষ্ট সইতে না পেরে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছি।’
লিটন ফারাজি ও লাভলীর সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ইতোমধ্যেই বিবাহিত।
বরকতপুর এলাকার বাসিন্দা হারুন মিয়া বলেন, ‘সংসারের অশান্তির কারণে তিন মাস আগে লাভলী বেগম তার বাবার বাড়িতে চলে যান। সেখানে গিয়ে লিটন ফারাজিকে তালাক দিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছেন। এই খবর পেয়ে লিটন ফারাজি ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন।’
আতিকুর রহমান/এআরএস