Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে ৫০ ককটেল বিস্ফোরণে আতঙ্ক

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে ৫০ ককটেল বিস্ফোরণে আতঙ্ক

ছবি : বাংলাদেশের খবর

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে কবরস্থানে পুঁতে রাখা প্রায় ৪০-৫০টি ককটেল বিস্ফোরিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের আঘাতে পাশের একটি সীমানা প্রাচীরের দেওয়ালও ভেঙে যায়। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা জিন্নাতের স্ত্রী আমেনা বেগম বলেন, ‘ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হলে দেখি ধোঁয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পাই। এখানে অন্তত ৪০-৫০টি ককটেল পুঁতে রাখা হয়েছিল। এখনো এলাকাবাসী আতংকিত।’

স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, ‘ভোরে ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। কবরস্থানে গিয়ে দেখি পাশের একটি দেওয়াল ভেঙে গেছে। আশপাশের অনেক মাটিও উড়ে গেছে। অন্তত ৫০টি ককটেল বিস্ফোরণ হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দেখা যাচ্ছে, মজুত করা ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ককটেল মজুতকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বদিউজ্জামান রাজাবাবু/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর