Logo

সারাদেশ

গাইবান্ধায় ৫৮৬ মণ্ডপে দুর্গোৎসব, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ সভা

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩০

গাইবান্ধায় ৫৮৬ মণ্ডপে দুর্গোৎসব, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ সভা

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবার সাত উপজেলার ৫৮৬টি মন্ডপে সনাতন ধর্মালম্বীরা শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে যাচ্ছে। আসন্ন উৎসবকে সুষ্ঠু ও নিরাপদ করতে জেলা প্রশাসনের উদ্যোগে পুজা কমিটির সভাপতি ও সম্পাদকদের সঙ্গে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃংখলা কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মেদ, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক পরেশ চন্দ্র সরকার, বিমল কুমার দাস, রবিন সেনসহ অন্যান্যরা।

সভায় সাদুল্লাপুর, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর সহ সাত উপজেলার পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের সমস্যা তুলে ধরেন।

বক্তারা আসন্ন পুজা সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রতি বছরের মতো আইনশৃংখলা বজায় রাখার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সহায়তা কামনা করেন।

সভায় সেনাবাহিনী, র‌্যাব, ডিজিআইএফ, এনএসআই, পুলিশ, আনছার বাহিনীর কর্মকর্তা এবং সাত উপজেলার পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আতিকুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্গাপূজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর