নাচোলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩
-68c809e8d330c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (২৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ নাচোল উপজেলার নয়াদিয়ারি গ্রামের সাদেক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদ মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২০-০৩৬৫) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের দুই পা, হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বদিউজ্জামান রাজাবাবু/এআরএস