আলফাডাঙ্গায় আন্তঃশিক্ষাপ্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমী

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫
-68c80a81b3b71.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তঃশিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।
চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল—‘মোবাইল ফোনের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের কেবল ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে’। এতে পক্ষে অবস্থান নেয় শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অবস্থান নেয় কামারগ্রাম কাঞ্চন একাডেমী। তীব্র যুক্তি-তর্ক শেষে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয় কামারগ্রাম কাঞ্চন একাডেমী।
এর আগে গত ৮ সেপ্টেম্বর থেকে উপজেলাজুড়ে এই আন্তঃশিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। চারটি রাউন্ডে উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
চূড়ান্ত পর্বে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মননশীলতা, মানসিক বিকাশ, জ্ঞানার্জন ও তথ্যানুসন্ধানে বিতর্ক প্রতিযোগিতা সহায়ক ভূমিকা রাখে। এজন্য শিক্ষার্থীদের বিতর্কের চর্চা করতে হবে।’
অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।
রাকিবুল/এআরএস