Logo

সারাদেশ

কোটালীপাড়ায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২

কোটালীপাড়ায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম বিল্লাহ বলেন, ‘সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিকারীরা কখনো দেশের ভালো চায় না। অস্থিতিশীলতা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি নির্দেশনা মেনে পূজা আয়োজন করতে হবে।’

তিনি বলেন, ‘কোনো দর্শনার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, আতশবাজি ব্যবহার নিষিদ্ধ থাকবে, প্রতিটি মন্দিরে রেজিস্টার রাখতে হবে এবং ডিজে পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।’

ইউএনও মাসুম বিল্লাহ আরও জানান, নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনী থাকবে।

তিনি বলেন, ‘এবার কোটালীপাড়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩২১টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে।’

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, গুণীজন ও সুধীজনেরা।

এছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনছার আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় পূজার সময় করণীয়-বর্জনীয়, প্রতিমা বিসর্জন এবং পূজা-পরবর্তী নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অংকন তালুকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্গাপূজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর