টঙ্গীবাড়ীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদকসেবী ছাড়ানোর অভিযোগ

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সিমা আক্তারের বিরুদ্ধে মাদকসেবী ছাড়ানোর অভিযোগ উঠেছে।
গত ২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ৪নং ওয়ার্ডের স্থানীয় যুবকরা এক মাদকসেবীকে হাতে-নাতে মাদকসহ আটক করেন। তবে যুবকদের পুলিশের হাতে তুলে দেওয়ার প্রস্তাব উপেক্ষা করে সিমা আক্তার ওই মাদকসেবীকে ছাড়িয়ে দেন।
ভিডিও ভাইরাল হলে ৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানকে অবহিত করা হয়। ইউএনও লিখিতভাবে প্রতিশ্রুতি দেন, ‘তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ কিন্তু ১২ দিন অতিক্রান্ত হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ আরও বেড়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের একটু সময় দিন।’
স্থানীয় সূত্র জানায়, সিমা আক্তার দিনের অধিকাংশ সময় ৪নং ওয়ার্ডের কুখ্যাত মাদক স্পট বুধাইবাড়িতে ঘোরাফেরা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিমা আক্তার ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হলেও দিনের অধিকাংশ সময় তাকে দেখা যায় ৪নং ওয়ার্ডের মাদক স্পট বুধাইবাড়ি এলাকায় ঘোরাফেরা করতে। অভিযোগ রয়েছে, তিনি জুয়ার আসর ও মাদক সিন্ডিকেট থেকে নিয়মিত চাঁদা নেন এবং নিজে উপস্থিত থেকে অপরাধীদের প্রশ্রয় দেন। ফলে এলাকায় মাদক ও অপরাধ কার্যক্রম আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এলাকাবাসী বলেন, ‘একজন গ্রাম পুলিশ প্রকাশ্যে মাদকসেবী ছাড়িয়ে দেওয়ার পরও প্রশাসন যদি নীরব থাকে, তাহলে এটাই প্রমাণ করে প্রশাসনের আসল অবস্থান।’
এ বিষয়ে অভিযুক্ত সিমা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের উপর উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো মাদকসেবীকে ছাড়াইনি। আমার নামে মিথ্যা ভিডিও ছড়াচ্ছে নয়াগাঁও গ্রামের হুমায়ুন নামে একজন। আমি মাদক ব্যবসায়ীকে ছাড়াইনি।’
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি মাদকসেবীকে মাদকসহ ছাড়িয়ে নিয়ে গিয়েছেন— প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। আজকাল কত কিছু বানানো যায়।’
মো. নাজমুল ইসলাম পিন্টু/এমবি