Logo

সারাদেশ

মেসিডোনিয়ায় দুর্ঘটনায় নিহত রাজিবের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২২

মেসিডোনিয়ায় দুর্ঘটনায় নিহত রাজিবের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুণবহা ১নং ওয়ার্ডের রাজিব শিকদার (৩২) উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব শিকদার জীবিকার সন্ধানে তিন মাস আগে উত্তর মেসিডোনিয়ায় যান। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।

মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় জটিলতা দেখা দেওয়ায় সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ বাড়িতে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নিহতের বাবা মো. আতিয়ার শিকদার সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, ‘আমার সন্তানের লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে সরকার।’

নিহতের মা মমতাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘শেষবারের মতো আমি আমার ছেলের মুখ দেখতে চাই এবং তার দাফন দেশে সম্পন্ন করতে চাই।’

এলাকাবাসীর পক্ষে জেলা যুবদলের সহসম্পাদক ইমরান হুসাইন বলেন, ‘ভাগ্য পরিবর্তনের আশায় রাজিব বিদেশে গিয়েছিলেন। মাত্র তিন মাস কাজ করার পরই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল, তাই সরকারের উচিত তার মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন নিহত মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর