Logo

সারাদেশ

খুলনায় ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭

খুলনায় ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

খুলনায় একটি বেসরকারি ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এক নারীসহ তিনজনকে হেফাজতে নিয়েছে।

নবজাতক উদ্ধার হওয়ায় তার বাবা-মা ও পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন।

এর আগে সকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে ওই নবজাতককে চুরি করা হয়েছিল।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুদ বলেন, ‘চুরি সংক্রান্ত খবর পেয়ে পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে সাঁড়াশি অভিযান চালায়। দ্রুত ত্বরিত পদক্ষেপের ফলে নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনার সঙ্গে জড়িত এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’

তরিকুল ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নবজাতক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর